Site icon Jamuna Television

ডিম নিয়ে লঙ্কাকাণ্ড!

প্রতি পিস ডিম তিন টাকা বিক্রির আয়োজনে চরম বিশৃঙ্খলা দেখা দেয়। উপচেপড়া ভিড়ে ভেঙে গেছে মঞ্চ। কর্তৃপক্ষের বারবার সিদ্ধান্ত পরিবর্তনে ক্ষুব্ধ হয়ে ওঠা মানুষের ধাক্কাধাক্কিতে নষ্ট হয়েছে অনেক ডিম।

বিশৃঙ্খলার এক পর্যায়ে বিক্রির কার্যক্রম বন্ধ রেখে ডিম সরিয়ে নেন ব্যবসায়ীরা।

বিশ্ব ডিম দিবস উপলক্ষে তিন টাকা দামে প্রতি পিস ডিম বিক্রির কর্মসূচি হাতে নেয় বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল ও প্রাণিসম্পদ অধিদপ্তর। রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজন করা হয় বিক্রির।

একজন সর্বোচ্চ ৯০টি ডিম কিনতে পারবে- প্রথমে এমন ঘোষণা দিলেও বারবার আয়োজকদের সিদ্ধান্ত পরিবর্তনে হতাশ হন ক্রেতারা। আজ সকালে আয়োজকরা জানান, একজন ত্রিশটার বেশি ডিম কিনতে পারবেন না। কিছুক্ষণ পর আবার ঘোষণা আসে একজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন। এতেই ক্ষুব্দ হয়ে উঠেন সাধারণ মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়।

Exit mobile version