Site icon Jamuna Television

পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার না করার বিষয়ে গুরুত্ব দেয়া হবে: সংস্কার কমিশনের প্রধান

জুলাই-আগস্টের মতো রক্তাক্ত অধ্যায় যেন আর না হয়, তা নিশ্চিতে সুপারিশ করা হবে বলে জানিয়েছেন পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন। বলেছেন, পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার না করার বিষয়ে গুরুত্ব দেবে কমিশন।

আজ মঙ্গলবার (৮ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসে দ্বিতীয় বৈঠক করেন পুলিশ সংস্কার কমিশনের সদস্যরা। পরে এ বিষয়ে কথা বলেন সফর রাজ হোসেন।

তিনি জানান, পুলিশকে জনবান্ধব, জবাবদিহিতামূলক ও রাজনৈতিক নিরপেক্ষভাবে পরিচালনা করাই কমিশনের লক্ষ্য। এজন্য পুলিশ আইনের কোন ধারা পরিবর্তন করা হবে, সেটি নিয়ে প্রাথমিক আলোচনা চলছে। সিআইডি, এসবি কীভাবে কাজ করছে, কোনো ভুল আছে কি না, থানায় মামলা নেয়ার ক্ষেত্রে কোনো ঘাটতি আছে কি না- সেগুলো খতিয়ে দেখে সুপারিশ করবে কমিশন।

পুলিশ সংস্কার কমিশনের প্রধান বলেন, গণতন্ত্র রক্ষা, নিরপেক্ষতা বজায় রাখা ও পেশাদার পুলিশের জন্য সুপারিশ করা হবে। প্রাথমিক কাজ করতে সময় লাগবে এক মাস। খসড়া রোডম্যাপ তৈরি করা হয়েছে বলেও জানান তিনি।

/এমএন

Exit mobile version