Site icon Jamuna Television

জিএম কাদেরের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে দলটি। আজ মঙ্গলবার (৮ অক্টোবর) দুপরে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন দলের নেতাকর্মীরা।

এসময় চেয়ারম্যান জিএম কাদের, প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদেরসহ জাতীয় পার্টি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। দলটির প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই জাতীয় পার্টি সক্রিয়ভাবে আন্দোলনরত ছাত্রদের পক্ষে ছিল। আন্দোলনে অংশ নেয়ায় আমাদের দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দলীয় পদ-পদবী উল্লেখ করে রংপুরে মামলা হয়েছে।

সব নেতাকর্মীর নামে দায়ের হওয়া মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি জানিয়ে জাতীয় পার্টির নেতারা বলেন, সব মিথ্যা মামলা প্রত্যাহার না হওয়া পর্যন্ত নেতাকর্মীরা ঘরে ফিরে যাবে না।

সমাবেশে আরও বক্তব্য দেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আহাদ ইউ চৌধুরী শাহিন, যুগ্ম মহাসচিব আব্দুল হামিদ ভাসানী, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন হেলালসহ প্রমুখ।

/এএম

Exit mobile version