Site icon Jamuna Television

মেঘালয়ে পাহাড়ি ঢলে ১৭ জনের মৃত্যু

ভারতের মেঘালয়ে পাহাড়ি ঢলে অন্তত ১৭ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (৮ অক্টোবর) এমনটা জানিয়েছে দ্য হিন্দুসহ বেশ কিছু ভারতীয় সংবাদমাধ্যম।

কর্তৃপক্ষ জানায়, পাহাড়ি ঢলের তোড়ে ভেসে গিয়ে এবং ভূমিধসে এই প্রাণহানি হয়। এরমধ্যে দুই শিশুও রয়েছে। রাজ্যটির উত্তর ও দক্ষিণ গারো পাহাড়ে এই দূর্ঘটনা হয়।

রাজ্যের আবহাওয়াবিদরা জানান, গত কয়েকদিন ধরেই টানা বৃষ্টি হচ্ছে রাজ্যজুড়ে। ফলে পাহাড়ি ঢলের কারণে দেখা দিয়েছে আকস্মিক বন্যা। কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, পাহাড়ি ঢল ও বন্যায় এখন পর্যন্ত ৫৪টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। আক্রান্ত হয়েছেন প্রায় ৫ হাজার মানুষ।

/এএম

Exit mobile version