Site icon Jamuna Television

ইউক্রেনে রাশিয়ান সৈন্যদের পক্ষে লড়ছে উত্তর কোরিয়া, দাবি সিউলের

ইউক্রেনে রাশিয়ান সৈন্যদের পক্ষে লড়াই করছে উত্তর কোরিয়ার সেনারা, এমনটা দাবি করেছেন সিউলের প্রতিরক্ষামন্ত্রী। মঙ্গলবার (৮ অক্টোবর) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং-হিউন জানান, গত সপ্তাহে ইউক্রেনীয় মিডিয়ার রিপোর্ট অনুসারে, ৩ অক্টোবর দোনেৎস্কের কাছে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় উত্তর কোরিয়ার ছয়জন কর্মকর্তা নিহত হওয়ার সম্ভাবনা প্রবল।

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম ও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের মধ্যে সম্পর্ক জোরদার হবার পরপর-ই এমন মন্তব্য করেন তিনি। অভিযোগ রয়েছে, উত্তর কোরিয়া ইউক্রেনে রাশিয়ান বাহিনীকে অস্ত্র সরবরাহ করছে। অবশ্য, এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে দুই দেশই।

প্রতিরক্ষামন্ত্রী কিম আরও বলেন, পিয়ংইয়ং রাশিয়াকে যুদ্ধে সমর্থন করার জন্য আরও সৈন্য পাঠাবে। রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে সামরিক জোটের মতো পারস্পরিক চুক্তির কারণে নিয়মিত সৈন্য মোতায়েনের বিষয়টি অত্যন্ত যুক্তিযুক্ত।

/এআই

Exit mobile version