Site icon Jamuna Television

অস্ত্রবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, ইয়েমেনে সৌদি জোটের অভিযান অব্যাহত

ইয়েমেনের হোদেইদায় সৌদি নিয়ন্ত্রিত জোট ও হুতি বিদ্রোহীদের মধ্যে ছড়িয়ে পড়েছে তীব্র সংঘর্ষ। জাতিসংঘের অস্ত্রবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে অভিযান অব্যাহত রেখেছে সৌদি জোট।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে জোরালো হামলা চালায় সৌদি জোট। গত সোমবার জাতিসংঘের সাথে আলোচনায় যোগ দেবে বলে জানায় দেশটির আন্তর্জাতিক স্বীকৃত সরকার।

সম্প্রতি ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা অস্ত্রবিরতির বিষয়ে সম্মতি জানানোর পর আসে এ ঘোষণা। তবে, সৌদি আরবের প্রভাবে শেষ পর্যন্ত ভেস্তে যায় এ উদ্যোগ। জোটের দাবি, অস্ত্রবিরতির বিষয়ে আন্তরিক নয় হুতিরা। তিন বছরের যুদ্ধে চরম মানবিক সংকটে ইয়েমেন। বন্দরনগরী হোদেইদা যুদ্ধের কেন্দ্রে পরিণত হওয়ায় ত্রাণ সরবরাহে বাধাগ্রস্ত হচ্ছে।

Exit mobile version