Site icon Jamuna Television

১৪ মামলায় ৪৮ দিনের রিমান্ডে সাবেক আইজিপি মামুন

যাত্রাবাড়ী, নিউমার্কেট, মোহাম্মদপুর, আদাবর, শ্যামপুর, কদমতলী ও বনানী থানার ১৪ মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ৪৮ দিনের রিমান্ড দিয়েছে আদালত।

আজ মঙ্গলবার (৮ অক্টোবর) মামলার তদন্ত কর্মকর্তারা আদালতে আসামির উপস্থিতিতে বিভিন্ন মেয়াদে রিমান্ড আবেদন করলে একের পর এক শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজার আদালত এসব আদেশ দেন।

পর্যায়ক্রমে এসব রিমান্ড কার্যকর হবে। এর আগে ১৮ দিন রিমান্ডে ছিলেন তিনি। এছাড়া বনানী থানার দুটি এবং কদমতলী থানার এক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তাকে।

এদিকে আলাদা আলাদা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকেরও ২৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

/এমএইচ

Exit mobile version