Site icon Jamuna Television

ঝিনাইদহে জঙ্গি আস্তানায় জেএমবি সদস্য আটক

ঝিনাইদহের কালুহাটি গ্রামে সন্দেহভাজন জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে একজনকে আটক করেছে র‌্যাব। উদ্ধার করা হয়েছে বেশ কিছু নথিপত্র।

র‌্যাব এর ভাষ্য, সকালে স্থানীয় কৃষক শরাফত হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ওই বাড়ি থেকে তার ছেলে মো. আক্তারুজ্জামান আটক করা হয়। সে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সক্রিয় সদস্য।

আস্তানা থেকে যে নথিপত্র উদ্ধার করা হয়েছে সেগুলো উগ্রমতাদর্শ বিস্তারে ব্যবহার করা হতো। এর আগে ওই বাড়িটি ঘিরে রাখে র‌্যাব সদস্যরা। খবর দেয়া হয় খুলনার বোম ডিসপোজাল ইউনিটকে।

Exit mobile version