Site icon Jamuna Television

পথচারীদের সুরক্ষা নিশ্চিতে জরিপ চালাচ্ছে ‘একক আত্মমানবিক উন্নয়ন সংস্থা’

জরিপ কার্যক্রমের অংশ হিসেবে গুলশান-২ এর সংযোগ সড়কে পথচারীদের পারাপারের সুবিধা-অসুবিধা পর্যবেক্ষণ করেছে ‘একক আত্মমানবিক উন্নয়ন সংস্থা নামের একটি সংগঠন। পথচারীদের সুরক্ষা ও নিরাপত্তার জন্য এই জরিপ করা হচ্ছে বলে জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (৮ অক্টোবর) গুলশান-২ এর গোলচত্ত্বরে এই কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় পথচারীদের দৈনন্দিন পারাপারে বাস্তব অবস্থা, গাড়ির গতির কারণে সময়মত পারাপার করতে পারছে কি না ও যানবাহনের ধরণ ইত্যাদি বিষয়গুলো পর্যবেক্ষণ করা হয়। তাছাড়া, এগুলোকে কিভাবে উন্নয়ন করা যায় সে বিষয়ে পথচারীদের সাথে কথাও বলেন সংস্থাটির কর্মীরা।

সংস্থাটির নির্বাহী পরিচালক মো. আবদুল ওয়াহেদ বলেন, রাস্তা পারাপারে পথচারীদের ঝুঁকি, যানবাহনের পরিমাণ, বয়োবৃদ্ধরা কীভাবে রাস্তা পার করছেন তা পর্যবেক্ষণ করা হয়েছে।

/আরএইচ

Exit mobile version