Site icon Jamuna Television

হিজবুল্লাহ’র সম্ভাব্য প্রধান সাফিয়েদ্দিনকে হত্যার দাবি ইসরায়েলের

হিজবুল্লাহর সম্ভাব্য প্রধান হাশেম সাফিয়েদ্দিনকে হত্যার দাবি করেছে ইসরায়েল। গত ৩ অক্টোবর লেবাননের রাজধানী বৈরুতে হামলায় তার মৃত্যু হয় বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

মঙ্গলবার (৮ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় টাইমস অব ইসরায়েল। নেতানিয়াহু বলেন, ইসরায়েল হিজবুল্লাহর সক্ষমতা হ্রাস করেছে। অনেক বছর পর হিজবুল্লাহ দুর্বল হয়ে পড়েছে।

এর আগে, ইসরায়েলি সেনাদের হামলায় হিজবুল্লাহর এই শীর্ষ নেতার মারা গেছেন বলে অনুমান করেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত।

প্রসঙ্গত, গত সপ্তাহে বৈরুতে ইসরায়েলি বিমান হামলার পর থেকেই হাশেম সাফিয়েদ্দিনের সাথে যোগাযোগ করা যাচ্ছিলো না। ৬০ বছর বয়সী এই নেতা সংগঠনটির রাজনৈতিক কাউন্সিল ও এক্সিকিউটিভ কাউন্সিলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর মৃত্যুর পর তাকেই সংগঠনটির পরবর্তী উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হতো।

উল্লেখ্য, চলতি বছরের সেপ্টেম্বরে ইসরাইলের বোমা হামলায় হাসান নাসরুল্লাহ নিহত হন।

/আরএইচ

Exit mobile version