Site icon Jamuna Television

নিজেই ডিজাইন করে স্ত্রীকে গাড়ি উপহার দিলেন জাকারবার্গ

স্ত্রীকে উপহার দেয়ার জন্য নিজে গাড়ির ডিজাইন করেছেন মার্ক জাকারবার্গ। তারপর সেই নকশা করা গাড়িটি তৈরি করেছে জনপ্রিয় মোটারগাড়ি নির্মাতা পোরশে। এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট এ তথ্য জানায়।

তবে, স্ত্রীকে দেয়ার সাথে সাথে, নিজের জন্য-ও একটি পোরশে গাড়ি কিনেছেন মার্ক। সেটির ডিজাইন অবশ্য মার্কের নয়, পোরশে’র। দুটি গাড়ি পেছনে রেখে ইনস্টাগ্রামে নিজেদের ছবিও প্রকাশ করেছেন জাকারবার্গ।.

স্ত্রী প্রিসিলা চ্যানের জন্য জাকারবার্গের নকশায় তৈরি করা গাড়িটির নাম পোরশে কেয়েন টার্বো জিটি মিনিভ্যান। সাধারণত এমন গাড়ি পোরশে বানায় না।

শুধু জাকারবার্গের জন্যই, ‘ওয়েস্ট কোস্ট কাস্টমস’ নামের একটি প্রতিষ্ঠানের সহায়তায় মিনিভ্যানটি তৈরি করেছে পোরশে। জাকারবার্গের নিজের জন্য কেনা গাড়িটির মডেল পোরশে ৯১১ জিটি-৩। দুটি গাড়ির রংই ধূসর।

/এআই

Exit mobile version