Site icon Jamuna Television

রাজবাড়ীতে দুর্গা প্রতিমা ভাঙচুর

রাজবাড়ী করেসপনডেন্ট :

রাজবাড়ীর বড়পু‌লে জেলা সড়ক পরিবহন মালিক ঐক্য পরিষদ দুর্গাপূজা মন্ড‌পের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৯ অক্টোবর) রাতে বিষয়‌টি নি‌শ্চিত করেন মন্ডপ ক‌মি‌টি ও পু‌লিশ।

এ সময় ম‌ন্দির ক‌মি‌টির কা‌ছে ভাঙচুরের বিষয়‌টি জানতে চাইলে তারা কোনো মন্তব্য করতে রা‌জি হননি।

সকালে ঘটনা ঘটলেও বিষয়‌টি জানাজা‌নি হয় মঙ্গলবার বিকেলে। খবর পেয়ে ঘটনাস্থল প‌রিদর্শন করেছেন জেলা প্রশাসক, পু‌লিশ সুপারসহ সেনাবা‌হিনীর সদস্যরা।

রাজবাড়ী পু‌লিশ সুপার শামিমা পারভীন জানান, সকাল ১০টা থেকে ১১টার ম‌ধ্যে কেবা কারা ম‌ন্দিরে ঢুকে পূজা মন্ডপের দুর্গা, লক্ষ্মী, স্বরস্বতী, কার্তিক ও গণেশের কিছু অংশ ভেঙে ফেলেছে। দুপুরে মন্দিরে সিসি টি‌ভি ক্যামেরা ও লাইট লাগাতে এসে বিষয়‌টি দেখতে পায় ডেকোরেটর শ্রমিক। পরে খবর পেয়ে ঘটনাস্থল প‌রিদর্শন করে‌ জেলা পু‌লিশ। এ বিষয়ে তদন্ত চলছে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, ম‌ন্দিরে সি‌সিটি‌ভি ক্যামেরা আগে স্থাপনের কথা থাকলেও ম‌ন্দির ক‌মি‌টি সে‌টি করেনি। মন্দিরে তাদের নিজস্ব কোনো স্বেচ্ছাসেবক ছি‌লো না বলেও জানান তিনি।

/এএস

Exit mobile version