Site icon Jamuna Television

গাজার মত ধ্বংসস্তূপে পরিণত হবে লেবানন, হুঁশিয়ারি নেতানিয়াহুর

ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজার মত ধ্বংসস্তূপে পরিণত হবে লেবানন বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার (৯ অক্টোবর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, লেবাননের বাসিন্দাদের উদ্দেশে দেওয়া এক ভিডিও বার্তায় এ হুঁশিয়ারি দেন তিনি। নেতানিয়াহু বলেন, ‘একটি দীর্ঘ যুদ্ধে পতিত হওয়া থেকে বাঁচানোর এবং গাজার মত ধ্বংস ও দুর্ভোগের দিকে যাওয়ার আগে আপনাদের কাছে লেবাননকে বাঁচানোর একটি সুযোগ রয়েছে।

ভাষণে হিজবুল্লাহর সদ্য প্রয়াত নেতা হাসান নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরিকে ইসরায়েল হত্যা করেছে বলে দাবি করেন নেতানিয়াহু। তার দাবি, হিজবুল্লাহ বহু বছর ধরে যেমন দুর্বল ছিল, এখন তার চেয়েও বেশি দুর্বল।

/এআই

Exit mobile version