Site icon Jamuna Television

বিএনপির ত্রাণ তহবিলে ২ লাখ টাকা দিলেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া’র পক্ষ থেকে বন্যার্তদের জন্য বিএনপির কেন্দ্রীয় ত্রাণ তহবিল কমিটি’র কাছে ২ লক্ষ টাকা হস্তান্তর করা হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই অর্থ হস্তন্তর করা হয়।

এ সময়, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, খালেদা জিয়ার ব্যক্তিগত ফান্ড থেকে এই অনুদান দেয়া হয়েছে। দেশের যেকোনো সংকটময় পরিস্থিতিতে খালেদা জিয়া সবার পাশে দাড়িয়েছেন।

তিনি আরও বলেন, যেকোনো সংকটে খালেদা জিয়াই নেতৃত্ব দিয়েছিলেন, অথচ বিনা কারণে গত ছয় বছর তাকে বিনাকারণে জনগণ থেকে দূরে রাখা হয়েছে। তার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া।

/এএস

Exit mobile version