Site icon Jamuna Television

আন্দোলনে গুলি,পাবনায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

পাবনা করেসপনডেন্ট:

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পাবনায় ছাত্র-জনতার উপর গুলি করে হত্যা চেষ্টা মামলার পালাতক আসামি ছাত্রলীগ নেতা হোসাইন বিপ্লব শাওনকে গ্রেফতার করেছে র‍্যাব।

মঙ্গলবার (৯ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া শাওন পাবনা সদর উপজেলার দোহারপাড়ার আহসান হাবিব জিয়ার ছেলে। সে পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক ছিলেন।

র‍্যাব পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার খন্দকার গোলাম মোর্ত্তূজা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতার হোসাইন বিপ্লব শাওন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিগত সরকারের পক্ষে ছাত্র-জনতার উপর গুলি করে হত্যার চেষ্টা করে বলেও জানান তিনি।

/এএস

Exit mobile version