Site icon Jamuna Television

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের জামিন মঞ্জুর

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের জামিন মঞ্জুর করেছেন আদালত। বুধবার (৯ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হেমায়েত উদ্দিন বিশ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুরের এ আদেশ দেন।

এর আগে সকাল সাড়ে দশটার দিকে জামিন শুনানি শুরু হলে দু’পক্ষের আইনজীবীদের হট্টগোলে এজলাস ছাড়েন বিচারপতি। পরবর্তীতে দুপুর আড়াইটায় শুনানির সময় নির্ধারন করা হয়। দুপুর ৩টায় তার জামিনের আদেশ দেয়া হয়।

বাদীপক্ষের আইনজীবীরা বলেন, নিম্ন আদালত থেকে উচ্চ আদালতে জামিন আবেদন করার অন্তত এক সপ্তাহ পরে জামিন শুনানির তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু আদালত অস্বাভাবিকভাবে একদিন আগে করা আবেদন, জামিন শুনানির জন্য পরের দিন নির্ধারণ করেছেন। যা ইনটেনশনালী করা হয়েছে। আমরা এই শুনানির বিরোধিতা করলে আদালতে উত্তেজনা শুরু হয় এবং আদালত এজলাস ছেড়ে চলে যান।

আসামিপক্ষের আইনজীবীরা বলেন, অসুস্থতা ও বয়স বিবেচনায় আদালত এম এ মান্নানের জামিন দিয়েছেন। আদালতের রায়ে আমরা খুশি।

উল্লেখ্য, গত ৪ আগস্ট সুনামগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার দায়ে করা মামলায় ১৯ সেপ্টেম্বর নিজ বাড়ি থেকে এম এ মান্নানকে গ্রেফতার করে পুলিশ। তিন দফা জামিন নামঞ্জুর হওয়ার পর আজ তার জামিন দেন আদালত। বর্তমানে তিনি সিলেট কারাগারে থেকে চিকিৎসা নিচ্ছেন।

/এমএইচ

Exit mobile version