Site icon Jamuna Television

রিমান্ড নামঞ্জুর, হাজিরা শেষে ফের কারাগারে সাবেক হুইপ গিনি

গাইবান্ধা করেসপনডেন্ট:

বিস্ফোরক মামলায় গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক এমপি ও জাতীয় সংসদের সাবেক হুইপ মাহাবুব আরা বেগম গিনিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের করা রিমান্ড আবেদন নামঞ্জুর করেছেন আদালত। একইসঙ্গে জামিন শুনানি স্থগিত করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুল মতিন উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে, গত ২৬ আগস্ট গাইবান্ধা সদর থানায় গিনিসহ আওয়ামী লীগের ১১৪ নেতাকর্মীর নাম উল্লেখ করে বিএনপি কার্যালয় ভাঙচুর-আগুনের ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা করেন জেলা বিএনপি নেতা আব্দুল হাই সরকার। এই মামলায় মাহাবুব আরা বেগম গিনিকে গ্রেফতার দেখিয়ে গাইবান্ধার আদালতে হাজির করা হয়।

মামলার তদন্তের স্বার্থে গিনিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৩ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপ-পরির্দশক (এসআই) মনিরুজ্জামান। বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবি আব্দুল হালিম প্রমাণিক বলেন, বিস্ফোরক দ্রব্য আইনের মামলার অন্যতম আসামি গিনি। রাষ্ট্রপক্ষ থেকে তার জামিন বাতিল এবং রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়। আদালত তার রিমান্ড মঞ্জুর না করে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

অন্যদিকে, গিনির জামিন চেয়ে আদালতে আবেদন করেন তার পক্ষের আইনজীবিরা। এ বিষয়ে এ্যাডভোকেট আবু আলা মো. সিদ্দিকুর ইসলাম (রিপু) বলেন, আমরা আদালতে তার জামিন আবেদনের সঙ্গে রাষ্ট্রপক্ষের রিমান্ড বাতিলের আবেদন করি। উভয় পক্ষের শুনানি শেষে আদালতের বিচারক রিমান্ড নামঞ্জুরসহ তার জামিন শুনানি স্থগিত করেন।

এর আগে, মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে গিনিকে কড়া নিরাপত্তায় গাইবান্ধায় নিয়ে আসার পর জেলা কারাগারে রাখা হয়। বুধবার সকাল ১০টার দিকে তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে গাড়িতে করে গিনিকে কাশিমপুর কারাগারে নেয়ার উদ্দেশে রওনা দেয় পুলিশ।

উল্লেখ্য, গত সোমবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করে মহানগর পুলিশ। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত ৪ আগষ্ট আশুলিয়ায় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী রবিউস সানি শিপুকে হত্যাচেষ্টা মামলার আসামি গিনিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। শুনানী শেষে ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার ৩ দিনের রিমাণ্ড মঞ্জুর করেন।

নবম সংসদে আওয়ামী লীগের হয়ে প্রথম সংসদে যান গিনি। ওই সংসদে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি এবং গ্রন্থাগার কমিটির সদস্য ছিলেন তিনি। দশম জাতীয় সংসদে হুইপের দায়িত্বও পান তিনি।

/এমএইচ

Exit mobile version