Site icon Jamuna Television

কুষ্টিয়ায় বজ্রপাতে নারীসহ ৪ জনের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ার দৌলতপুরে বজ্রপাতে ১ নারী ও ৩ কৃষকসহ ৪ জনের মৃত্যু হয়েছে। বজ্রাঘাতে আহত হয়েছেন আরও ৯ জন। বুধবার (৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার হোসেনাবাদ ও ফারাকপুর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন নিজাম (৪৮), তরিকুল (২৫) আওলাদ (৬০) ও জহুরা খাতুন (৪০)।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান জানান, উপজেলার মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ এলাকার গৈইরী পাড়া মাঠে কাজ করছিল কয়েকজন কৃষক। হঠাৎ বৃষ্টি শুরু হলে মাঠের পাশের একটি মাচাই আশ্রয় নিলে তীব্র বজ্রপাতে কৃষক নিজাম, তরিকুল ও আওলাদ নিহত হয় এবং আরও ৯ জন আহত হয়েছে। আর উপজেলার ফারাকপুরে পুকুরে গোসল করতে করা অবস্থায় জহুরা খাতুন নামে এক নারী বজ্রপাতে নিহত হয়েছে।

/এটিএম

Exit mobile version