Site icon Jamuna Television

নির্বাচনের ঘোষণা দিলেন ইমরান এইচ সরকার

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার এবার নির্বাচন করছেন। তিনি আজ তার ফেসবুক পেজে এই ঘোষণা দেন।

ইমরান জানান, তিনি কুড়িগ্রাম-৪ (রৌমারী, রাজিবপুর, চিলমারী) থেকে নির্বাচন করবেন। এব্যাপারে আগামীকাল বৃহস্পতিবার তিনি কুড়িগ্রামে যাবেন।

ফেসবুক পেজে ইমরান এইচ সরকার লিখেন, যেহেতু আমার নিজ এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। যেহেতু আমার এলাকায় কোনো কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়নি তাই দারিদ্রের হার বেড়েই যাচ্ছে। যেহেতু আমার এলাকা উন্নয়ন বৈষম্যের শিকার এবং পূর্ববর্তী জনপ্রতিনিধিরা সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। তাই আমি আমার নির্বাচনী এলাকা কুড়িগ্রাম-৪ (রৌমারী, রাজিবপুর, চিলমারী) থেকে সাধারণ মানুষের পক্ষে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচনী কার্যক্রম শুরু করতে আগামীকাল কুড়িগ্রাম যাচ্ছি। সকলের দোয়া প্রার্থনা করছি।

Exit mobile version