Site icon Jamuna Television

দুর্গাপূজায় নাশকতার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে: তথ্য উপদেষ্টা

ফাইল ছবি

দেশের প্রতিটি পূজা মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কেউ নাশকতা করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ডাক ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। বুধবার (৯ অক্টোবর) সন্ধ্যায় ঢাকেশ্বরী মন্দিরে পূজা মন্ডপ পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, গত ১৬ বছর ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই নিপীড়নের শিকার হয়েছে। জুলাই অভ্যুত্থানে প্রতিটি মানুষ কাধে কাঁধ মিলিয়ে স্বৈরশাসকে প্রতিহত করেছিল। এমনিভাবে সব ষড়যন্ত্রকে প্রতিহত করা হবে।

তিনি আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হলে একটি দেশ এগিয়ে যেতে পারে না। প্রতিটি মানুষের রাজনৈতিক মত ভিন্ন হলেও দেশের প্রশ্নে সবাই এক। এ সময় সম্প্রীতির দেশ গড়ার লক্ষ্যে সকলকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।

/আরএইচ

Exit mobile version