Site icon Jamuna Television

ইন্টারপোলের নতুন প্রধান দক্ষিণ কোরিয়ার কিম জং ইয়াং

আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের নতুন প্রধান নির্বাচিত হলেন দক্ষিণ কোরিয়ার কিম জং ইয়াং। ভোটাভুটিতে নাটকীয়ভাবে রাশিয়ার প্রার্থী আলেক্সান্ডার প্রকোপচাককে পরাজিত করেন তিনি।

বুধবার দুবাইতে, ইন্টারপোলের বার্ষিক কংগ্রেসে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। যাতে রুশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আলেক্সান্ডারের জয় নিশ্চিত ভাবা হচ্ছিলো। তবে ইন্টারপোলের ১৯৪ সদস্য রাষ্ট্রের ভোট শেষে, দেখা যায় জয়ী হয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি।

মস্কোর অভিযোগ, ষড়যন্ত্র করে হারানো হয়েছে তাদের প্রার্থীকে। আলেক্সান্ডার ফেভারিট হলেও তার তীব্র বিরোধিতা করছিলো যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। তাদের যুক্তি নিজ দেশে ভিন্ন মতাবলম্বীদের দমনে ইন্টারপোলকে ব্যবহার করতেন আলেক্সান্ডার। সেপ্টেম্বরে ঘুষ গ্রহণের অভিযোগে, সাবেক প্রধান মে হংবেই চীনে আটক হলে শূণ্য হয় ইন্টারপোল প্রেসিডেন্টের পদ।

Exit mobile version