Site icon Jamuna Television

‘পূজায় বিশৃঙ্খলা এড়াতে অন্যান্য বাহিনীর সাথে সমন্বয় করে কাজ করছে নৌবাহিনী’

পূজাকে কেন্দ্র করে যেন কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে লক্ষ্যে অন্যান্য বাহিনীর সাথে সমন্বয় করে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন নৌবাহিনীর ভারপ্রাপ্ত প্রধান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে তেজগাঁও সিভিল এভিয়েশনের রাধাকৃষ্ণ মন্দির পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা জানান, ঢাকায ও উপকূলে বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তায় নৌবাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছেন। এছাড়াও প্রত্যেকটি মন্দিরে নিরাপত্তার জন্য পূজা উদযাপন কমিটির সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।

তিনি প্রত্যাশা করেন, কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুন্দর ও সুষ্ঠুভাবে এবার পূজা সম্পন্ন হবে। হিন্দু ধর্মাবলম্বীদের নির্বিঘ্নে শারদীয় দুর্গোৎসব পালনের আহ্বানও জানিয়েছেন।

/এমএইচ/এমএন

Exit mobile version