Site icon Jamuna Television

সবাই সহযোগিতা করলে ৩৬৫ দিনই নিরাপদে থাকবে দেশের মানুষ: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ফাইল ছবি।

সবাই সহযোগিতা করলে দেশবাসী ৩৬৫ দিনই নিরাপদে থাকবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে এ মন্তব্য করেন তিনি।

পুজাকে ঘিরে এবার কোথাও কোনো কিছু ঘটছে, এমন কোনো তথ্য নেই উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ১৩ অক্টোবর বিজয়া দশমীতে বিশেষ নিরাপত্তা থাকবে। এবার নিরাপত্তায় শুধু পুলিশ নয় সেনাবাহিনী, র‍্যাবসহ অন্যান্য বাহিনীও নিয়োজিত আছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে ৮ দফা নির্দেশনা দেয়া হয়েছে।

জনগণের উদ্দেশে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সবাই সহযোগিতা করবেন, আপনাদের সহযোগিতা যদি না পাই, তাহলে আমরা কিছুই করতে পারবো না। আপনারাই আসল কারিগর। আমি আশা করব, এবার কোথাও কোনো ঘটনা ঘটবে না।

/এমএন

Exit mobile version