Site icon Jamuna Television

চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর অভিযান, পিস্তল-গুলিসহ গ্রেফতার ১

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট, চুয়াডাঙ্গা:

চুয়াডাঙ্গার দর্শনা এলাকায় অভিযান চালিয়ে একটি অত্যাধুনিক নাইন এমএম পিস্তল, ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ একজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। বুধবার (৯ অক্টোবর) রাতে দর্শনা থানার মোবারকপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম শাহারুল ইসলাম (৩৭)। তিনি মোবারক পাড়ার পেয়ার আলীর ছেলে।

অভিযান সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের কমান্ডার লে. কর্নেল জয়নুল আবেদীনের নেতৃত্বে দর্শনার মোবারক পাড়ায় অবৈধ অস্ত্রবিরোধী অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর একটি দল। অভিযানে শাহারুল ইসলামকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। একইসঙ্গে, তার বাড়ির পেছন থেকে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় একটি অত্যাধুনিক বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্প কমান্ডার লে. কর্নেল জয়নুল আবেদীন জানান, গ্রেফতার শাহারুলকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে।

/এএম

Exit mobile version