Site icon Jamuna Television

মিরপুরে অভিনব কায়দায় টাকা লুট: গ্রেফতার ৬

রাজধানীর মিরপুরে অভিনব কায়দায় প্রতারণা করে টাকা লুটে নেয়ার অভিযোগে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ অক্টোবর) মিরপুর বিভাগের উপ-কমিশনার মাকছুদের রহমান এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, রাজধানীর ধানমন্ডির বাসিন্দা হারুনুর রশিদ নাফকো ডেভেলপার কোম্পানীর কাছ থেকে একটি ফ্ল্যাট কিনতে বায়নার টাকা দিতে মিরপুরের একটি বাসায় যান। এসময় দুটি ব্যাগে ৭২ লাখ টাকা নিয়ে গেলে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা লুটে নেয় কয়েকজন।

পরবর্তীতে এ বিষয়ে মামলা করার পর পুলিশ তাৎক্ষনিকভাবে অভিযান পরিচালনা করে ৬ জনকে আটক করে। একইসঙ্গে ৫৭ লাখ টাকাও উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ডেভেলপার কোম্পানির এমডি ফয়সালের পরিকল্পনায় গ্রাহকের কাছ থেকে এভাবে টাকা লুট করানো হতো। ফ্ল্যাট বা জমির টাকা গ্রাহকের কাছ থেকে ব্যাংকে না নিয়ে ক্যাশ নেয়ার জন্য চাপ দিতো ডেভেলপার কোম্পানির অভিযুক্ত ওই এমডি। সেসব টাকা নগদ নিয়ে দলিল করে দেয়ার কথা বলে অন্য ঠিকানায় আসতে বলে, সংঘবদ্ধভাবে টাকা লুট করতো কোম্পানির লোকজন।

এ ঘটনায় এ পর্যন্ত মোট ১৪ জনের সম্পৃক্ততা পেয়েছে পুলিশ। তবে এমডি ফয়সালকে এখনও ধরা যায়নি।

/এমএইচ

Exit mobile version