Site icon Jamuna Television

হিযবুত তাহরীরকে নিষিদ্ধ করলো ভারত

হিযবুত তাহরীরকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে নিষিদ্ধ ঘোষণা করেছে ভারত। বৃহস্পতিবার (১০ অক্টোবর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন প্রকাশের মাধ্যমে এ ঘোষণা দিয়েছে। খবর এনডিটিভিসহ একাধিক সংবাদমাধ্যমের।

প্রজ্ঞাপনে বলা হয়, হিযবুত তাহরীর জিহাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ভারতসহ বিশ্বব্যাপী ইসলামী রাষ্ট্র ও খিলাফত প্রতিষ্ঠা করতে চায়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, হিযবুত তাহরীর উগ্রবাদী কার্যকলাপে যুক্ত এবং নিরীহ তরুণদের আইএসএসের মতো সন্ত্রাসবাদী সংগঠনে যোগ দিতে উসকানি দেয়। সেই সঙ্গে তারা সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য তহবিল জোগাড় করে।

পরে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দফতর এক্সে এক পোস্টে বলেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সন্ত্রাসবাদের প্রতি শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ হিযবুত তাহরীরকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেছে।

উল্লেখ্য, ১৯৫৩ সালে জেরুজালেমে গঠিত হয় হিযবুত তাহরীর। গত ১৫ জানুয়ারি হিযবুত তাহরীরকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে নিষিদ্ধ ঘোষণা করে যুক্তরাজ্য। বাংলাদেশ, রাশিয়া, তুরস্ক, মিসরসহ বিশ্বের কয়েকটি দেশে সংগঠনটিকে নিষিদ্ধ করা হয়েছে।

/এএম


Exit mobile version