Site icon Jamuna Television

পরিবেশের ভারসাম্য রক্ষায় বড় চিন্তার কারণ হয়ে উঠেছে প্লাস্টিক বর্জ্য

পরিবেশের ভারসাম্য রক্ষায় আবারও বড় চিন্তার কারণ হয়ে উঠেছে প্লাস্টিক বর্জ্য। ইন্দোনেশিয়ার উপকূলে ভেসে আসা মরা তিমির পেটে প্লাস্টিক বর্জ্য পাওয়ার পরই এমন মন্তব্য করেছেন পরিবেশবিদরা।

তারা বলছেন, নিজ উদ্যোগে মানুষ সচেতন না হলে প্লাস্টিকজনিত দূষণ ঠেকানো অসম্ভব। সম্প্রতি দেশটির সুলাভেসি শহরের ন্যাশনাল পার্কের কাছে প্রায় ৩১ ফুট লম্বা একটি মৃত তিমি ভেসে আসে। মাছটির পেট থেকে উদ্ধার হয় প্রায় ৬ কেজি প্লাস্টিক বর্জ্য। যার মধ্যে রয়েছে পানির বোতল, কাপ, ব্যাগ, স্যান্ডেলসহ নানা কিছু।

সায়েন্স নামের এক জার্নালে বলা হয়, চীনের পর বিশ্বের দ্বিতীয় প্লাস্টিক দূষণকারী দেশ ইন্দোনেশিয়া। প্রতি বছর কমপক্ষে ১৩ লাখ টন প্লাস্টিক বর্জ্য ফেলা হয় দেশটির সাগরে।

Exit mobile version