Site icon Jamuna Television

রেসের নতুন ‘সোলজার’ ববি

বেশ কিছুদিন ধরেই সিনেমায় অনিয়মিত বলিউডের ‘সোলজার’ ববি দেওল। অথচ, এক সময়ে তরুণ প্রজন্মের কাছে ক্রেজ ছিলেন তিনি। ‘বারসাত’, ‘বিচ্ছু’, ‘আজনাবি’, ‘সোলজার’সহ অনেক হিট সিনেমা রয়েছে তার ঝুলিতে। তবে, ববি ভক্তদের জন্য সুখবর, বলিউডের হিট মুভি সিক্যুয়াল ‘রেস থ্রি’-তে দেখা যাবে এই তারকাকে।

ববি অভিনীত সুপার হিট সিনেমা ‘সোলজার’রও প্রযোজক ছিলেন ‘রেস থ্রি’র প্রযোজক রমেশ তারুনি। তার মাধ্যমেই জানা যায় এ খবর। এ নিয়ে টুইটও করেছেন ববি। লিখেছেন, ‘রেস থ্রি’- সিনেমার সঙ্গে যুক্ত হতে আমি গর্বিত।

নভেম্বর মাস থেকে ‘রেস থ্রি’র ছবির শুটিং শুরু হওয়ার কথা। আগামী বছর ঈদে মুক্তি পেতে পারে ছবিটি। সিনেমাটি পরিচালনা করবেন রোমিও ডি সুজা।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version