Site icon Jamuna Television

চট্টগ্রাম টেস্টের ১৫তম খেলোয়াড় হিসেবে অচেনা এক তরুণ!

চট্টগ্রাম টেস্টের ১৫ তম সদস্য হিসেবে রাখা হয়েছে অপরিচিত মুখ সাখাওয়াত হোসেন সায়মেনকে। উইন্ডিজের বিপক্ষে প্রথমে ১৩ সদস্যের দল ঘোষণা করে বিসিবির নির্বাচক প্যানেল। পরে পস্তুতি ম্যাচের দারুণ পরফরম্যান্সের জন্য দলে সুযোগ পান সাদমান ইসলাম অনিক। ম্যাচের আগের দিন পর্যন্ত ১৪ সদস্যের দল থাকলেও এদিন ১৫ তম সদস্য হিসেবে অফিসিয়াল লিস্টে নাম আসে সাখাওয়াত হোসেন সায়মেনের।

বিসিবি বলছে শুধু মাত্র বদলি খেলোয়াড় হিসেবে নেয়া হয়েছে সায়মেনকে। চট্টগ্রামের ছেলে সায়েম অনুর্ধ্ব ১৯ দলের হয়ে খেলেছন।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ব্যবস্থাপক সাব্বির রহমান বলেন, ‘সে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলে খেলে, চট্টগ্রামেরই ছেলে। এ টেস্টে বদলি খেলোয়াড় হিসেবে আছে।’

ঘোষিত দলের বাইরে আরও একজন বদলি খেলোয়াড় কেন দরকার হলো সে বিষয়ে নির্বাচক হাবিবুল বাশার বলেন, ‘খেলোয়াড়দের সহায়তা করতেই মূলত ওকে নেওয়া হয়েছে। মাঠে পানি নিয়ে যাওয়া, ফিল্ডারদের কাছে সরঞ্জামাদি পৌঁছে দেওয়া, একটু ফিল্ডিং করে দেওয়া, এসব কারণেই রাখা। আর বর্তমান আন্তর্জাতিক ক্রিকেটে অনেক কড়া নিয়ম থাকে। আকসুর ব্যাপার আছে। এ কারণেই খেলোয়াড় তালিকায় ওর নামটা দিয়ে রাখা। ইংল্যান্ড-অস্ট্রেলিয়া স্কোয়াডের বাইরেও খেলোয়াড় রাখার চর্চা আছে।’

Exit mobile version