Site icon Jamuna Television

বাংলাদেশ-ভারত তৃতীয় টি-টোয়েন্টি: রাজিব গান্ধি স্টেডিয়ামের আদ্যোপান্ত

ভারতের সবচেয়ে সুন্দর স্টেডিয়াম গুলোর মধ‍্যে একটি হায়দরাবাদের রাজিব গান্ধি আন্তর্জাতিক স্টেডিয়াম। বাংলাদেশ-ভারত সিরিজের শেষ টি-টোয়েন্টি ম‍্যাচের এই ভেন‍্যুতে হয় রীতিমতো রান উৎসব। সবশেষ আইপিএলে মুম্বাই-হায়দরাবাদে ম‍্যাচে রেকর্ড ৫২৩ রানের সাক্ষী হয়েছিলো এই মাঠ। তবে স্পিনাররাও সহায়তা পায় কিছুটা। এই ভেন‍্যুতেই ২০১৯ সালে ভারতের মাটিতে প্রথম টেস্ট খেলেছিলো বাংলাদেশ।

২০০৪ সালে বিশাকা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নামে প্রথম আন্তর্জাতিক ম‍্যাচ হোস্ট করে এই স্টেডিয়াম। পরের বছর দেশটির সাবেক এক প্রধানমন্ত্রীর নামে নাম পাল্টে করা হয় রাজিব গান্ধি ক্রিকেট স্টেডিয়াম। এই মাঠ এখন পর্যন্ত হয়েছে তিন ফরম‍্যাট মিলে ১৮টি আন্তর্জাতিক ম্যাচ। আইপিএলের দল সানরাইজার্স হায়দ্রাবাদেরও হোম ভেন্যুও এটি।

এই মাঠে এখন পর্যন্ত হয়েছে মোট দুটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি। তবে আইপিএলের প্রচুর ম‍্যাচ হয়েছে এখানে । পরিসংখ্যান বলে ফ্ল্যাট উইকেটে হয় এখানে যেখানে নিরাপদ রান ২০০’র বেশি।

হায়দরাবাদ তথা এই রাজ্য থেকে থেকে প্রচুর ক্রিকেটার এসেছে ভারতীয় দলে। আজহার উদ্দিন, ভিভিএস লাক্ষণ, আবিদ আলী থেকে শুরু করে হালের তারকা মোহাম্মদ সিরাজসহ অনেক ক্রিকাটারের জন্ম এখানে। স্টেডিয়ামে তাদের স্বরণ করে বিভিন্ন গ‍্যালারির নামকরণ করেছে হায়দ্রাবাদ ক্রিকেট অ‍্যাসোসিয়েশন।

/এমএইচআর

Exit mobile version