Site icon Jamuna Television

টাটা ট্রাস্টের নতুন চেয়ারম্যান নোয়েল টাটা

ভারতের বৃহৎ শিল্পগোষ্ঠী টাটা ট্রাস্টের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন প্রয়াত শিল্পপতি রতন টাটার সৎভাই নোয়েল টাটা। শুক্রবার (১১ অক্টোবর) মুম্বাইয়ে এক বোর্ড মিটিংয়ে নোয়েলকে ট্রাস্টটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়। রতন টাটার মৃত্যুর দু’দিনের মাথায় নতুন চেয়ারম্যান বেছে নিল এই শিল্প সংস্থাটি।

১৯৯৯ সাল থেকে টাটা গ্রুপের সঙ্গে কাজ করছেন নোয়েল। তিনি ফ্যাশন ব্র্যান্ড জুডিও ও অনলাইন শপিং সাইট ওয়েস্টসাইড পরিচালনাকারী প্রতিষ্ঠান টাটা ট্রেন্টের চেয়ারম্যানের দায়িত্বে আছেন। একই সঙ্গে তিনি ভোল্টাস ও টাটা ইন্টারন্যাশনালেরও চেয়ারম্যান।

রতন টাটার মৃত্যুর পর ট্রাস্টের নতুন চেয়ারম্যান হওয়া নিয়ে তিনটি নাম বেশ চর্চায় ছিল। তারা হলেন লিয়া টাটা, মায়া টাটা ও নেভিল টাটা। কিন্তু রতন বিয়ে করেননি, নিঃসন্তান, তাহলে এই লিয়া, মায়া ও নেভিল কারা? এই তিনজন হলেন রতন টাটার সৎ ভাই নোয়েল টাটার তিন সন্তান।

এরই মধ্যে টাটা গোষ্ঠীর বিভিন্ন সংস্থায় ডিরেক্টরের দায়িত্ব সামলাচ্ছেন তারা। লিয়া, মায়া ও নেভিলের প্রতি ভরসা দেখিয়েছেন খোদ রতনও। রতন টাটার বাবা ছিলেন নাভাল টাটা। নাভালের দ্বিতীয় স্ত্রীর সন্তান ৬৭ বছর বয়সী নোয়েল।

উল্লেখ্য, গত বুধবার (৯ অক্টোবর) ৮৭ বছর বয়সে মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতীয় বিজনেস আইকন রতন টাটা।

/এমএইচআর

Exit mobile version