Site icon Jamuna Television

বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনী কর্মকর্তাদের খোঁজ নিতে নিষেধ করা হয়েছে: সিইসি

বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনী কর্মকর্তাদের ব্যাপারে খোজ নিতে পুলিশকে নিষেধ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। তবে পুলিশ শুধু নতুন কর্মকর্তাদের ব্যাপারে গোপনে খোঁজ নিতে পারে বলেও জানান তিনি।

আগারগাঁওয়ে ইসি ভবনে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভায় এসব কথা বলেন সিইসি।

তিনি বলেন, সংবিধানে নির্বাচন আয়োজনে পুলিশের দায়িত্বের কথা বলা হয়েছে। তাই খবরদারি নয়, নির্বাচন সুষ্ঠু করার জন্য পুলিশকে অনুরোধ করা হয়েছে। এই সভায় আইজিপি, ডিএমপি কমিশনার এবং সারাদেশ থেকে আসা পুলিশের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত আছেন।

Exit mobile version