Site icon Jamuna Television

১০০ বছর পর পাওয়া গেল এভারেস্ট পর্বতারোহীর দেহাবশেষ

বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের জেরে হিমালয়ের চারপাশে বরফের ঘন আবরনের স্তূপ ধীরে ধীরে কমতে শুরু করেছে। যার কারণে, পর্বতারোহীদের মৃতদেহ উন্মোচিত হচ্ছে। বিশেষকরে, যারা বিশ্বের সর্বোচ্চ পর্বত চূড়ায় ওঠার স্বপ্নের পিছনে ছুটতে গিয়ে মারা গিয়েছিলো।

এমন-ই একজন ছিলেন অ্যান্ড্রু আরভিন। তথ্যচিত্র নির্মাতাদের একটি দল তার দেহাবশেষ আবিষ্কার করেছে। অনুমান করে হচ্ছে, ১০০ বছর আগে মাউন্ট এভারেস্টের চূড়ায় উঠতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন তিনি। শুক্রবার (১১ অক্টোবর) ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিনে প্রকাশিত এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে। 

১৯২৪ সালে এভারেস্টের চূড়ায় ওঠার মিশনে গিয়েছিলেন আরভিন এবং জর্জ ম্যালরি নামে আরেকজন পর্বতারোহী। মিশন সফল হলে তাঁরাই হতেন প্রথম এভারেস্ট বিজয়ী। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা দুজনই নিখোঁজ হয়ে যান। 

নিখোঁজের ৭৫ বছর পর ১৯৯৯ সালে খুঁজে পাওয়া গিয়েছিল জর্জ ম্যালরির দেহাবশেষ। কিন্তু তার সঙ্গী আরভিনের কোনো হদিস ছিল না।

অবশেষে, ন্যাশনাল জিওগ্রাফিক দল একটি বুট আবিষ্কারের মাধ্যমে আরভিনের ভাগ্য সম্পর্কে নিশ্চিত হয়েছে। এভারেস্ট চূড়ার সেন্ট্রাল রংবুক হিমবাহে ওই বুটের মধ্যে আরভিনের একটি পায়ের অবশিষ্টাংশ এখনো রয়ে গেছে।

/এআই 

Exit mobile version