Site icon Jamuna Television

এক সপ্তাহের মধ্যে ইশতেহার ঘোষণা করবে ঐক্যফ্রন্ট

এক সপ্তাহের মধ্যে জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচনী ইশতেহার চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন ঐক্যফ্রন্ট নেতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

আজ বৃহস্পতিবার সকালে গণস্বাস্থ্য কেন্দ্রে জাতীয় ঐক্যফ্রন্টের ইশতেহার কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান ডা. জাফরুল্লাহ চৌধুরী।

তিনি বলেন, এতে সুশাসন, ন্যায়বিচার ও জনগণের অধিকারকে সর্বোচ্চ প্রাধান্য দেয়া হবে। ইশতেহারে ১১টি লক্ষ্যকে সর্বোচ্চ প্রাধান্য দেয়া হবে। থাকবে কৃষক ও কৃষিবান্ধব নীতি, শিক্ষা ও স্বাস্থ্য নীতি।

এছাড়া ক্ষমতার বিকেন্দ্রীকরণের জন্য সুনির্দিষ্ট রুপরেখা থাকছে ইশতেহারে। ইশতেহার কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মাহফুজ উল্লাহ, কৃষক শ্রমিক জনতা লীগের নেতা ইকবাল সিদ্দিকী, নাগরিক ঐক্যর নেতা ডা. জাহেদুর রহমান, গণফোরাম নেতা শফিক উল্লাহসহ গুরুত্বপূর্ণ নেতারা।

Exit mobile version