Site icon Jamuna Television

বাংলাদেশিদেরকে ‘অন অ্যারাইভাল’ ভিসা দিচ্ছে চীন

বাংলাদেশি নাগরিকদের জন্য ‘পৌঁছানোর পর’ (অন অ্যারাইভাল) ভিসা দিচ্ছে চীন। আজ বৃহস্পতিবার ঢাকাস্থ চীনা দূতাবাস থেকে এক বিবৃতির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।

এখন থেকে জরুরি মানবিক প্রয়োজন, বাণিজ্যিক কাজ, প্রকল্প মেরামত, পর্যটন বা অন্য কোনো জরুরি কাজের জন্য চীনের ‘পোর্ট ভিসা’ সহজেই পাওয়া যাবে। এই ভিসায় গমনকারীরা চীনে ৩০ তিন অবস্থান করতে পারবেন।

বিবৃতিতে বলা হয়, চীনে ভ্রমণের জন্য সেদেশের পর্যটন সংস্থাগুলোর মাধ্যমে যেতে হবে। বাণিজ্যিক কাজ, প্রকল্পের মেরামত বা অন্য কোনো জরুরি কাজের জন্য কোনো চীনা পক্ষ থেকে আমন্ত্রণ পেতে হবে।

চীনা দূতাবাসের মুখপাত্র চেন উই বলেন, “অন্যান্য বিদেশিদের মতো বাংলাদেশিদেরও পোর্ট ভিসার সুযোগ দেয়া হবে।”

Exit mobile version