Site icon Jamuna Television

বড় লক্ষ্য তাড়ায় ধুঁকছে বাংলাদেশ, নেই টপ অর্ডারের তিন ব্যাটার

ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে রেকর্ড রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই খেই হারিয়ে ফেলেছে বাংলাদেশ। পাওয়ার প্লের ভেতরেই সাজঘরে ফিরেছেন ইমন, তানজিদ তামিম ও শান্ত। ইনিংসের প্রথম ৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেট হারিয়ে ৫৯ রান। এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে ২৯৭ রান তোলে স্বাগতিকরা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি দ্বিতীয় সর্বোচ্চ দলগত স্কোর।

টাইগার শিবিরে প্রথম আঘাত হানেন মায়াঙ্ক ইয়াদভ। ইনিংসের প্রথম বলেই ওপেনার পারভেজ হোসেন ইমনকে সাজঘরে ফেরান তিনি। রিয়ান পরাগের হাতে ক্যাচ তুলে দিয়ে শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন তিনি। এরপর দেখেশুনে খেলতে থাকেন তামিম-শান্ত। তবে ব্যক্তিগত ১৫ রানে ফিরে যান আরেক ওপেনার তানজিদ তামিমও। ওয়াশিংটন সুন্দরের বলে বরুনের তালুবন্দি হয়ে বিদায় নেন তিনি। ক্রিজে আসেন অধিনায়ক শান্ত।

তবে বিশাল লক্ষ্য তাড়ায় এদিন হাসেনি শান্তর ব্যাটও। ১৪ রান করে রবি বিষ্ণোইয়ের বলে আউট হন তিনি। তবে লড়াই চালিয়ে যেতে থাকেন লিটন দাস। নিতিশ রেড্ডির এক ওভারে ৫টি চার হাঁকান লিটন।

১০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৯৪ রান। লিটনের সাথে ক্রিজে আছেন তাওহিদ হৃদয়।

/এমএইচআর

Exit mobile version