Site icon Jamuna Television

১৫ বছরে সুনির্দিষ্ট কিছু জায়গায় উন্নয়ন হয়েছে: আসিফ মাহমুদ

গত ১৫ বছর ধরে উন্নয়নের ধারণা আমাদের গলাধঃকরণ করা হয়েছে। শুধুমাত্র সুনির্দিষ্ট কিছু জায়গায় উন্নতি হয়েছে। গোপালগঞ্জে যতটা উন্নয়ন হয়েছে আশপাশের জেলায় ততটা হয়নি। অর্থাৎ যার বাড়ি যেই জেলায় সেই জেলায় উন্নয়ন হয়েছে। এমন মন্তব্য করেছেন যুব ও ত্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় সাতক্ষীরা সার্কিট হাউজে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আজ সারাদিন যে রাস্তা চলাচল করেছি সেটির অবস্থা খুবই খারাপ। সড়কটির দ্রুত মেরামত করা প্রয়োজন। এ বিষয়ে সড়ক পরিবহন ও সেতু বিভাগের দায়িত্বে থাকাদের সাথে কথা বলবো। এ সময় আন্দোলন ও সরকারের দায়িত্বে থাকা ভিন্ন অভিজ্ঞতা বলেও জানান তিনি।

এর আগে, শনিবার দুপুরে সাতক্ষীরার শ্যামনগরের যশোরেশ্বরী কালী মন্দির পরিদর্শন যান তিনি।

/আরএইচ

Exit mobile version