Site icon Jamuna Television

রাশিয়ার চেচনিয়ায় পেট্রোলপাম্পে বিস্ফোরণ: দুই শিশুসহ নিহত ৪

রাশিয়ার চেচনিয়ায় একটি পেট্রোল পাম্পে বিস্ফোরণে দুই শিশুসহ অন্তত চারজন প্রাণ হারিয়েছেন। বিস্ফোরণে আহত হয়েছেন অন্তত পাঁচজন।

শনিবার (১৩ অক্টোবর) দক্ষিণাঞ্চলীয় অঞ্চলটির মূল শহর গ্রোজনিতে এ দুর্ঘটনা হয়।

জানা গেছে, পেট্রোল পাম্পের একটি গ্যাস ট্যাংক থেকে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ধরে যায় ট্যাংকটিতে। তীব্রতা বেশি থাকায় দ্রুতই তা ছড়িয়ে পড়ে পেট্রোল পাম্পের আশপাশে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে এখনও বিস্ফোরণের কারণ জানা যায়নি। বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছে চেচেন নেতা রমজান কাদিরভ। এর আগেও গত মাসে, উত্তর ককেশীয় অঞ্চলটির দাগেস্তানের একটি পেট্রোল পাম্পে বিস্ফোরণে অন্তত ১৩ জন প্রাণ হারান।

/এমএইচ

Exit mobile version