Site icon Jamuna Television

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নবজাতক চুরি

পাবনা প্রতিনিধি
পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি নবজাতক চুরির অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নবজাতকের সন্ধানে কাজ করছে পুলিশ।
স্বজনরা জানান, ঈশ্বরদী উপজেলার বহরপুর গ্রামের রাশেদ প্রামানিকের স্ত্রী রোজিনা খাতুনের প্রসব ব্যাথা উঠলে বুধবার রাতে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত ৯টার দিকে প্রসুতির স্বাভাবিকভাবে কন্যা সন্তান জন্ম হয়। পরে রাতেই তারা হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি চলে যান। আজ সকালে প্রসুতি মা অসুস্থ্য হয়ে পড়লে আবারো তাকে হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরে নবজাতকের জন্য দুধ কিনতে স্বজনরা প্রসুতি মাকে শিশুসহ হাসপাতালে একা রেখে বাইরে যান। এ সময় বোরকা পরিহিত এক নারী শিশুটিকে কান্না থামানোর কথা বলে কোলে নিয়ে কৌশলে পালিয়ে যায়। তারপর থেকে নবজাতককে আর খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ স্বজনদের।
ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দিন ফারুকী জানান, লিখিত অভিযোগ পাওয়া যায়নি। মৌখিক অভিযোগের ভিত্তিতে নবজাতকের সন্ধানে অভিযানে নেমেছে পুলিশ। তবে এখন পর্যন্ত নবজাতকের সন্ধান পাওয়া যায়নি।

Exit mobile version