Site icon Jamuna Television

বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভ্যানচালকের মৃত্যু

বোয়ালমারী (ফরিদপুর) করেসপনডেন্ট :

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যাটারি চালিত অটোভ্যান চালকের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ওই ভ্যানচালকের নাম মো. জামাল বিশ্বাস (৫৫)।

রোববার (১৩ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। জামাল উপজেলার গুনবহা ইউনিয়নের অমৃতনগর গ্রামের খলিল বিশ্বাসের ছেলে।

পরিবার ও থানা সূত্রে জানা যায়, বাড়ির ফ্রিজের সংযোগ লাইনে সমস্যা দেখা দেয়ায় জামাল বৈদ্যুতিক সংযোগের তার মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরে তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পরিবারের সদস্যরা। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ইমরান হোসেন তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলেও জানান তিনি।

বোয়ালমারী থানার ওসি মোহাম্মাদ গোলাম রসুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান তিনি।

/এএস

Exit mobile version