Site icon Jamuna Television

আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ঘটনায় আরও ২ জনের লাশ উদ্ধার

নরসিংদীর রায়পুরায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ঘটনায় নিখোঁজ আরও ২ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে সংঘর্ষে নিহতের সংখ্যা দাঁড়ালো ৫ এ।

বিকেলে খবর পেয়ে মেঘনা নদী থেকে কাওসার ও আব্দুল হাইয়ের লাশ উদ্ধার করে পুলিশ। লাশ দু’টি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে নেয়া হচ্ছে।

গেল শুক্রবার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চরাঞ্চলের বাঁশগাড়ী ও নিলক্ষ্যায় আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে পর পর দুটি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হয় ৩ জন। আহত হয় অন্তত ৪০ জন।

ঘটনার পর পরই ওই এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ১৩ জনকে আটক করে পুলিশ। সংঘর্ষে নিহতদের পরিবার রায়পুরা থানায় ৩টি হত্যা মামলা করেন। এতে আসামি করা হয়েছে বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফুল হকসহ ৪৭ জনকে।

Exit mobile version