Site icon Jamuna Television

বকেয়া বেতনের দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

রাজধানীর ক্যান্টনমেন্ট সংলগ্ন কচুক্ষেত এলাকায় সড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিকরা। সোমবার (১৪ অক্টোবর) সকালে বকেয়া বেতনের দাবিতে পোশাক কারখানার কর্মীরা রাস্তায় নেমে বিক্ষোভ করে।

আন্দোলনকারীরা জানান, প্রায় ১৩শ’ শ্রমিকের দেড় মাসের বেতন বকেয়া পড়ে আছে। বেতন চাইলে বিভিন্ন সময় হুমকি ধামকিও দিচ্ছে মালিকপক্ষ। গতকাল কারখানা বন্ধ করে মালামাল সরিয়ে নেয়া হয়েছে বলেও অভিযোগ করেন শ্রমিকরা। বকেয়া বেতনসহ সব পাওয়া বুঝিয়ে না দেয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন তারা।

এদিকে দুর্গাপূজার সরকারি ছুটি শেষ হওয়ায় আজ সোমবার প্রথম কর্মদিবসে এই আন্দোলনের কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন। সড়ক অবরোধের ফলে মিরপুর-১৪ থেকে কচুক্ষেত পর্যন্ত সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট।

/এমএইচআর

Exit mobile version