Site icon Jamuna Television

নাইজেরিয়ায় ‘জঙ্গি হামলায়’ ১০০ সেনা নিহত

নাইজেরিয়ায় জঙ্গি হামলায় প্রাণ গেছে অন্তত ১০০ সেনা সদস্যের। বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করে এ তথ্য।

বিবৃতিতে জানানো হয়, রোববার রাতে বর্নো রাজ্যের মেতেলে এলাকার সামরিক ঘাঁটিতে চোরাগোপ্তা হামলা চালানো হয়। জ্বালিয়ে দেয়া হয় সেনা ব্যরাক, ট্যাংক ও অস্ত্র-বিস্ফোরকের গুদাম।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনাস্থলে মারা গেছেন কমপক্ষে ৯৬ সেনা। শঙ্কা আছে বাড়তে পারে নিহতের তালিকা। কারণ, মঙ্গলবার সেনাদের মরদেহ উদ্ধারে অপর একটি বাহিনী গেলে তাদের ওপরও চড়াও হয় জঙ্গিরা। গোলাগুলিতে প্রাণ হারান অনেকে। এখনও কেউ হামলার দায় স্বীকার করেনি।

ধারণা করা হচ্ছে, এটা পশ্চিম আফ্রিকায় সক্রিয় আইএস’র হামলা। প্রেসিডেন্ট হিসেবে মুহাম্মাদু বুহারি ক্ষমতা গ্রহণের পর এটাই সবচেয়ে ব্যাপক ও মর্মান্তিক সামরিক প্রাণহানি।

Exit mobile version