Site icon Jamuna Television

বিএনপি নেতা এহসানুল হক মিলন গ্রেফতার

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা এহসানুল হক মিলন গ্রেফতার হয়েছেন। শুক্রবার ভোরে চট্টগ্রামের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে চাঁদপুর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।

বিষয়টি নিশ্চিত করেছেন এহসানুল হক মিলনের স্ত্রী নাজমুন নাহার।

মিলনের স্ত্রী নাজমুন নাহার বেবী জানান, গতরাত সাড়ে তিনটার দিকে চট্টগ্রামের চট্টেশ্বরী এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশের একটি দল। গ্রেফতারের পরপরই তাকে চাঁদপুরে নিয়ে যায় পুলিশ। বর্তমানে তাকে রাখা হয়েছে পুলিশ সুপারের কার্যালয়ে। মিলনের বিরুদ্ধে ৩০টিরও বেশি মামলা আছে। এরমধ্যে কয়েকটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এহসানুল হক মিলন চাঁদপুর-১ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী।

Exit mobile version