Site icon Jamuna Television

‘শাস্তি’ হিসাবে তাইওয়ানের চারপাশে সামরিক মহড়া শুরু চীনের

সম্প্রতি, তাইওয়ানের জাতীয় দিবস উদযাপনের দিন প্রেসিডেন্ট লাই চিং-তের একটি বক্তব্যকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে বেইজিংয়ে। লাই চিং-তে তার বক্তব্যে তাইওয়ানের ‘অধিভুক্তি’ প্রতিরোধের অঙ্গীকার করেন। 

তাইওয়ানের প্রেসিডেন্টের এমন বক্তব্যের জেরে চারপাশে নতুন করে সামরিক মহড়া শুরু করেছে চীন। সোমবার থেকে শুরু হওয়া এই মহড়াকে ‘শাস্তি’ হিসাবে বর্ণনা করেছে চীন।

যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ দিয়ে বিভিন্ন দিক থেকে তাইওয়ানের উত্তর, দক্ষিণ ও পূর্ব দিকে মহড়া চালাচ্ছে বলে চীনা সেনার ইস্টার্ন কম্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে।

তিনি জোর দিয়ে বলেন, বেইজিং ও তাইওয়ানের কেউ কারও অধীন নয়। দেশটির প্রেসিডেন্টের এই বক্তব্যের পর চীন হুঁশিয়ারি দেয়। বেইজিং বলে, লাই চিং-তের এই ‘উসকানি’ তাইওয়ানের জনগণের জন্য ‘বিপর্যয়’ ডেকে আনবে। 

/এআই

Exit mobile version