Site icon Jamuna Television

দুই মাস পর ইংল্যান্ডের একাদশে ফিরলেন স্টোকস

ছবি: সংগৃহীত

তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে পাকিস্তানকে ইনিংস ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। সিরিজের দ্বিতীয় ম্যাচে আগামীকাল ফের মাঠে নামবে দলটি। তার একদিন আগে একাদশ ঘোষণা করেছে সফরকারীরা। হ্যামস্ট্রিং ইনজুরি থেকে সেরে ওঠা অধিনায়ক স্টোকসকে রাখা হয়েছে একাদশে। দ্য হানড্রেড খেলার সময় ইনজুরিতে পরা এই অলরাউন্ডার প্রায় দুই মাস পর দলে ফিরলেন।

আগামীকাল মঙ্গলবার (১৫ অক্টোবর) মুলতানে শুরু হবে দুই দলের দ্বিতীয় টেস্ট ম্যাচ। এই ম্যাচে অধিনায়কের পাশাপাশি পেসার ম্যাথু পটসকে একাদশে ফিরিয়েছে সফরকারীরা। তাদের জায়গা দিতে একাদশ থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ পেসার ক্রিস ওকস ও গাস অ্যাটকিনসন।

দুই মাস পর টেস্ট খেলতে যাচ্ছেন স্টোকস। সাদা পোশাকে দেশের প্রতিনিধিত্ব সবশেষ করেন তিনি গত জুলাইয়ে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। পরের মাসের শুরুতে ইংল্যান্ডের একশ বলের প্রতিযোগিতা ‘দা হান্ড্রেড’-এ খেলার সময় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন তিনি।

ওই চোটে খেলতে পারেননি গত অগাস্টে ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজ। পাকিস্তান সফর দিয়ে ফিরবেন স্টোকস, এমন কথা শোনা যাচ্ছিল অনেক দিন ধরেই। প্রথম ম্যাচে তার মাঠে নামার সম্ভাবনাও জেগেছিল। কিন্তু শেষ পর্যন্ত পুরোপুরি সেরে উঠতে না পারায় ওই ম্যাচে তাকে একাদশে রাখেনি ইংল্যান্ড। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেন অলি পোপ। এবার অধিনায়কত্ব করবেন স্টোকস।

প্রথম টেস্টে অনেক রান দেখা গেলেও দ্বিতীয় টেস্টে সেই সম্ভাবনা কম। বৃষ্টি হওয়ায় মাঠটি এখনও বেশ ভেজা। তাই ধারণা করা হচ্ছে এই পিচে বাড়তি সুবিধা পাবেন স্পিনাররা। সে কারণেই বাড়তি স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে ইংল্যান্ড।

দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের একাদশ:⁠ জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), ব্রাইডন কার্স, ম্যাথু পটস, জ্যাক লিচ ও শোয়েব বাশির।

/আরআইএম

Exit mobile version