Site icon Jamuna Television

সিরিজ বাঁচাতে চার পরিবর্তন নিয়ে একাদশ ঘোষণা পাকিস্তানের

ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর আগামীকাল সিরিজ বাঁচাতে মাঠে নামবে পাকিস্তান। এমন ম্যাচে একাদশে চার পরিবর্তন এনেছে শান মাসুদের দল। দ্বিতীয় টেস্টের জন্য বিশেষজ্ঞ ও অলরাউন্ডার মিলিয়ে পাঁচ স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে স্বাগতিকরা। দলে স্বীকৃত কোনো বিশেষজ্ঞ পেস বোলার নেই। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে আছেন কেবল আমের জামাল।

আগামীকাল মঙ্গলবার (১৫ অক্টোবর) মুলতানে শুরু হবে দুই দলের দ্বিতীয় টেস্ট ম্যাচ। এর জন্য আগের দিন চমক জাগানো একাদশ ঘোষণা করেছে প্রথম টেস্ট বাজেভাবে হেরে যাওয়া পাকিস্তান।

দলের তারকা ক্রিকেটার বাবর আজম, নাসিম শাহ, আবরার আহমেদ, শাহিন শাহ আফ্রিদিরা বাদ পড়েছেন আগেই। তাদের জায়গাতেই চারজনকে একাদশে ফিরিয়েছে পাকিস্তান। দলে প্রথমবার সুযোগ পেয়েছেন কামরান গুলাম। দলে ফেরা বাকি তিনজনই স্পিনার। তারা হলেন-সাজিদ খান, জাহিদ মাহমুদ ও নোমান আলি। 

টেস্টে পাকিস্তান সর্বশেষ এক বিশেষজ্ঞ পেসার নিয়ে খেলেছে ৪৪ বছর আগে ১৯৮০ সালে। করাচিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই ম্যাচে পাকিস্তানের একমাত্র পেসার ছিলেন ইমরান খান।

অথচ মাস দু’য়েক আগেও এই মুলতানেই বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে চার পেসার নিয়ে খেলেছিল পাকিস্তান। অথচ ইংল্যান্ডের মুখোমুখি হবে তারা এক পেসার ও তিন স্পিনার নিয়ে।

প্রথম টেস্টে প্রথম ইনিংসে ৫৫৬ রান করেও পাকিস্তান ইনিংস ব্যবধানে হার মানে। এবার দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে সমতা ফেরাতে পারে কিনা দেখার বিষয়।

পাকিস্তান একাদশ: আব্দুল্লাহ শাফিক, শান মাসুদ (অধিনায়ক), কামরান গুলাম, সাউদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলি আঘা, আমের জামাল, নোমান আলি, সাজিদ খান, ও জাহিদ মাহমুদ।

/আরআইএম

Exit mobile version