Site icon Jamuna Television

ইভিএমের ব্যাপারে সিদ্ধান্ত আগামীকাল: সিইসি

ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত থেকে নির্বাচন কমিশন কখনোই পিছিয়ে আসবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। তিনি বলেছেন, কতোটি কেন্দ্রে ইভিএম ব্যবহার হবে সে সিদ্ধান্ত হবে আগামীকাল।

সকালে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টটিউটে নির্বাচনী প্রশিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠানে সাংবাদিকদের এসব বলেন তিনি। সিইসি জানান, নির্বাচন কর্মকর্তাদের নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে।

এছাড়া যশোরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবু বকর আবুর মরদেহ বুড়িগঙ্গা নদীতে পাওয়ার বিষয়ে আইনি ব্যবস্থা নেয়ারও নির্দেশ দেয়া হয়েছে বলে জানান কে এম নুরুল হুদা।

Exit mobile version