Site icon Jamuna Television

ইরানের সামরিক ঘাঁটিতে হামলার টার্গেট ইসরায়েলের

ইরানের সামরিক ঘাঁটিতে হামলা করবে ইসরায়েল। বাইডেন প্রশাসনকে এমন কথা জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার (১৫ অক্টোবর) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ইরানের ১৮০টি ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিয়ে মরিয়া ইসরায়েল। গুঞ্জন রয়েছে, ইরানের তেল বা পারমাণবিক স্থাপনায় হামলা চালাবে দেশটি। তবে, সব গুঞ্জন উড়িয়ে দিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।

এর আগে, ইরানের পারমাণবিক লক্ষ্যবস্তুতে হামলা না চালাতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সেজন্যে, ইসরায়েলি বাহিনী ইরানের তেল পারমাণবিক স্থাপনা নয়, বরং দেশটির সামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণ করবে বলে বাইডেনকে আশ্বস্ত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

/এআই

Exit mobile version