Site icon Jamuna Television

বক্স অফিসে ‘ভুল ভুলাইয়া-৩’-এর সাথে লড়বে ‘সিংঘম এগেইন’

‘ভুল ভুলাইয়া ৩’ ও ‘সিংঘম এগেইন’ দুটি ছবিই দীপাবলিতে মুক্তি পাচ্ছে। তাই, বক্স অফিসের এই বিরাট সংঘর্ষে কে জিতবে? তা নিয়ে নেটদুনিয়ায় শুরু হয়েছিল বিতর্ক। 

অনেকেই বলেছিলেন কার্তিক আরিয়ান ও তৃপ্তির অভিনীত ‘ভুল ভুলাইয়া ৩’-এ আবার ফিরছেন বিদ্যা বালান, তাছাড়াও মঞ্জুলিকার চরিত্রে নজরকাড়া মাধুরী দীক্ষিত, তাই সবটা নিয়ে এই হরর কমেডি বেশি দর্শক টানবে তা বলাই বাহুল্য। 

সম্প্রতি ‘ভুল ভুলাইয়া ৩’ ছবির এক প্রচার অনুষ্ঠানে এসে এই প্রসঙ্গে কার্তিক বললেন, “দীপাবলির ছুটি বেশ বড়। এতটাই বড় যে এই আবহে দু’টি ছবি একসঙ্গে মুক্তি পেলেও কিছু যায় আসে না।

দু’টি ছবিই বক্স অফিসে ভাল ব্যবসা করতে পারবে। তাছাড়া এই দু’টি ছবির ঘরানাও তো আলাদা। ‘সিংহাম এগেইন’ অ্যাকশন ঘরানার ছবি আর ‘ভুল ভুলাইয়া ৩’ হরর কমেডি। আমার বিশ্বাস দর্শক এই দু’টি ছবির জন্যেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

কার্তিক আরও জানিয়েছেন যে তার কাছে ‘ভুল ভুলাইয়া ৩’ বনাম ‘সিংঘম এগেইন’ নয়, বরং ‘ভুল ভুলাইয়া ৩’-এ ‘রুহ বাবা’ বনাম ‘মজঞ্জুলিকা’। অভিনেতা আরও জানান যে, তিনি রোহিত শেট্টি, অজয় দেবগণ ও তাঁদের কর্প ইউনিভার্স ও ‘সিংঘম’ফ্র্যাঞ্চাইজির বড় ভক্ত।

/এআই

 

Exit mobile version